‘পাশ্চাত্য সময়ক্ষেপণ করতে চাইলে ইরান আলোচনা থেকে বেরিয়ে আসবে’
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, ভিয়েনা বৈঠকে পাশ্চাত্য যদি সময়ক্ষেপণ করতে বা অন্য কোনো বিষয়কে এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সংলাপ থেকে বেরিয়ে আসবে তেহরান।
তিনি রোববার তেহরানে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলতি মাসের গোড়ার দিকে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা শুরু হয়েছে তাতে ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন আরাকচি।
তিনি বলেন, “এই মুহূর্তে সংলাপের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। তবে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করার সুযোগ দেব না।” ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি এক ভাষণে পাশ্চাত্যের সঙ্গে আলোচনাকে দীর্ঘায়িত না করার জন্য ইরানি আলোচক দলের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা থেকে ফল আসুক বা না আসুক একে দীর্ঘায়িত করা যাবে না।
আরাকচি রোববার তেহরানে আরো বলেন, ইরানের অবস্থান স্পষ্ট। সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করতে হবে, ইরান তা পরীক্ষা করে দেখবে এবং এরপরই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।