সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানের বৈধ অধিকারের প্রতি ইরান সম্মান জানায়: জারিফ
-
জারিফ (বামে) ও মিকদাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের সম্পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে সিরিয়ার সংবিধান ও নির্বাচন অনুষ্ঠানের বৈধ অধিকারের প্রতি সম্মান জানায় তার দেশ।
গতকাল (বুধবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই মন্ত্রী অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ফোনালাপে মিকদাদ ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানান। এ সময় জারিফ সিরিয়ার নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ও বৈধ অধিকারের প্রতি ইরানের সমর্থনের কথা তুলে ধরেন।

আগামী ২৬ মে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ১১ মে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এবারের নির্বাচনের জন্য ৫১ জন প্রাথী আবেদন করেছিলেন কিন্তু সেখান থেকে তিনজনের আবেদনকে গ্রহণ করেছে সিরিয়ার সর্বোচ্চ সাংবিধানিক আদালত। এর মধ্যে ৫৫ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রয়েছেন।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এটি হবে দ্বিতীয় দফা নির্বাচন। এর আগে ২০১৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/৬