আসাদের সঙ্গে জারিফের সাক্ষাৎ; নির্বাচনের প্রতি ইরানের সমর্থন ঘোষণা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়া সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
আগামী ২৬ মে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সিরিয়া সরকারের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, আসন্ন নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলেও ইরান আশা করছে।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর এটি হবে দেশটিতে দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ নৃশংসতার তীব্র নিন্দা জানান। তিনি এ পাশবিকতা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র হস্তক্ষেপ কামনা করেন।
সাক্ষাতে সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূল অভিযানে সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফিলিস্তিনে যখন ইহুদিবাদী ইসরাইল পাশবিকতা চালাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর আলাদা গুরুত্ব বহন করছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতের আগে বুধবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গেও বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওই সাক্ষাতে তিনি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সিরিয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।