পঞ্চম দফা সংলাপেই সমঝোতার আভাস দিলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i92226-পঞ্চম_দফা_সংলাপেই_সমঝোতার_আভাস_দিলেন_ইরানের_উপ_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পাঁচ জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এসব দেশ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্রুত মতৈক্যে পৌঁছাতে চায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০২১ ০৫:১৭ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পাঁচ জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এসব দেশ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্রুত মতৈক্যে পৌঁছাতে চায়।

তিনি বুধবার ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পঞ্চম দফা বৈঠকের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, চলমান পঞ্চম দফা সংলাপেই যে আমরা একটি ফলাফলে পৌঁছে যাব এমন দাবি করছি না; তবে তার সম্ভাবনা রয়েছে।

আরাকচি বলেন, এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও এখনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ জাতিগোষ্ঠী অর্থাৎ চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এবং ইরান পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে চলমান সংলাপ শুরু করেছে। সবগুলো দেশ দ্রুততম সময়ের মধ্যে সবগুলো অমীমাংসিত বিষয়ের সমাধান করতেও সর্বোচ্চ সদিচ্ছা প্রদর্শন করছে।  এসব বিষয়ের সমাধান এসব দেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, সেই কঠিন সিদ্ধান্তটি নিতে পারলেই চলমান সংলাপে চূড়ান্ত সমঝোতায় পৌঁছা সম্ভব হবে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।