১০ লাখ ডোজ করোনার টিকা উৎপাদন করেছে ইরান, শিগগিরি গণ-উৎপাদন
https://parstoday.ir/bn/news/iran-i92402-১০_লাখ_ডোজ_করোনার_টিকা_উৎপাদন_করেছে_ইরান_শিগগিরি_গণ_উৎপাদন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোভ-ইরান বারেকাত টিকা গবেষণা কোম্পানি জানিয়েছে, তারা ১০ লাখ ডোজ করোনার টিকা উৎপাদন করেছে এবং শিগগিরি তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২১ ১৯:৫০ Asia/Dhaka
  • কোভ-ইরান বারেকাত টিকা
    কোভ-ইরান বারেকাত টিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোভ-ইরান বারেকাত টিকা গবেষণা কোম্পানি জানিয়েছে, তারা ১০ লাখ ডোজ করোনার টিকা উৎপাদন করেছে এবং শিগগিরি তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। 

বারেকাত গ্রুপের মহা ব্যবস্থাপক হাসান জালিলি বলেন, চলতি ফার্সি বছরে এই টিকার ৩০ লাখ ডোজ উৎপাদন করা হবে। তারপরই টিকা উৎপাদনের পরিমাণ এক কোটি ৮০ লাখে উন্নীত করা হবে।   

কোভ-ইরান বারেকাত টিকা উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা এর আগে বলেছিলেন, দেশে আবিষ্কৃত এই টিকা প্রথমদিকে শিল্প পর্যায়ে প্রতি মাসে ৩০ লাখ ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে। 

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তৃতীয় ক্লিনিক্যাল টেস্টের ফলাফল নিশ্চিত করলে যত তাড়াতাড়ি সম্ভব এই টিকার গণ-উৎপাদন শুরু হবে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই টিকার অভিযান শুরু হতে যাচ্ছে।

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।