প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে: ইরান
(last modified Wed, 02 Jun 2021 10:23:51 GMT )
জুন ০২, ২০২১ ১৬:২৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে।

তিনি আজ (বুধবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্বালানী খাতের দু'টি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।

জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন।

দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য ও মিথ্যার লড়াই ইতিহাসের সব পর্যায়েই ছিল এবং এখনও অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের ধরণে কেবল পরিবর্তন এসেছে। কিন্তু এটা সব সময়ই ছিল।

তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুড়ে প্রতিবাদ জানাত এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে।

এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ