ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র পৈতৃক বাড়ি
https://parstoday.ir/bn/news/iran-i92614-ইসলামী_বিপ্লবের_প্রতিষ্ঠাতা_ইমাম_খোমেনী_(রহ.)'র_পৈতৃক_বাড়ি
ইরানের খোমেন শহরে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ হজরত ইমাম খোমেনী (রহ.)'র পৈতৃক বাড়ি। ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুননির্মাতা মরহুম ইমাম খোমেনীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ০৪, ২০২১ ১৫:৩০ Asia/Dhaka
  • ইরানের খোমেন শহরে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)র পৈতৃক বাড়ি
    ইরানের খোমেন শহরে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)র পৈতৃক বাড়ি

ইরানের খোমেন শহরে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ হজরত ইমাম খোমেনী (রহ.)'র পৈতৃক বাড়ি। ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুননির্মাতা মরহুম ইমাম খোমেনীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।

ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী (র.) আধুনিক যুগে প্রথমবারের মত ধর্মনিরপেক্ষ পশ্চিমা বিশ্ব-ব্যবস্থা আর সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্ব-রাজনীতিতে এক প্রবল ভূমিকম্প হয়ে দেখা দিয়েছিলেন। খোদাবিমুখ প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সমসাময়িক যুগের সবচেয়ে প্রভাবশালী ও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে। তাঁর নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির প্রবল চপেটাঘাত ইবলিসি শক্তিগুলোর একাধিপত্যকে নড়বড়ে করে দেয়। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান আর কখনও ঘটেনি। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।