জুন ০৫, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • ইরানি ভ্যাকসিন
    ইরানি ভ্যাকসিন

ইরানে খুব শীঘ্রই আঠারো বছরের কম বয়সী শিশু-কিশোরদের টিকা প্রদান শুরু করা হবে।

ইরানি ভ্যাকসিন 'কোভ-ইরান বারাকাত' প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়াং জার্নালিস্ট ক্লাব আজ এ খবর দিয়েছে। তারা আরও  জানিয়েছে, বারাকাত ভ্যাকসিন প্রকল্পের গবেষক মিনু মাহরাজ বলেছেন: ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় ও সাংস্কৃতিক জমায়েতের মতো গণ-সমাবেশে যোগ দেয়ার আগে ভ্যাকসিন নেয়া জরুরি।

তিনি বলেন: কোভ-ইরান বারাকাত ভ্যাকসিনের কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর বলেও তিনি মন্তব্য করেন। মিনু মাহরাজ  জানান: তাঁরা ইরানি এই ভ্যাকসিনের গণ-প্রয়োগের জরুরি অনুমতির অপেক্ষায় রয়েছেন।

গবেষক মিনু আরও বলেন: সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দ্রুত খুলে দেওয়া উচিত। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগে অবশ্যই সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের টিকা নেওয়া জরুরি।

কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন

"কোভ-ইরান বারাকাত" ইরানি গবেষকদের তৈরি করোনার প্রথম ভ্যাকসিন। এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে মানবদেহে এই টিকা প্রয়োগের কাজ ২৯ ডিসেম্বর  ২০২০ থেকে শুরু হয়েছিল।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ