করোনা ভাইরাস:
ইরানে করোনার সর্বশেষ পরিস্থিতি
জুন ০৫, ২০২১ ১৯:৩৫ Asia/Dhaka
-
করোনা পরিস্থিতির উন্নতি
ইরানে করোনা পরিস্থিতি ক্রম উন্নতিশীল। গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে ইরানে করোনায় মৃতের সর্বমোট সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৯ শ ৪১ জনে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের দেওয়া এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৪ শ ৪২ জন। এদের মধ্যে ১ হাজার ৯ শ ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে ইরানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ লক্ষ ৬০ হাজার ৭ শ ৫১ জনে। এর মধ্যে ২৫ লক্ষ ৩৭ হাজার ৯২ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ