এই মুহূর্তে আমেরিকার সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই: আরাকচি
https://parstoday.ir/bn/news/event-i153858-এই_মুহূর্তে_আমেরিকার_সাথে_আলোচনার_কোন_সম্ভাবনা_নেই_আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: বর্তমানে আমেরিকার সাথে আলোচনা পুনরায় শুরু করার কোন সম্ভাবনা নেই।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৯, ২০২৫ ১৮:৫৩ Asia/Dhaka
  • আমেরিকার সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই: আরাকচি
    আমেরিকার সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই: আরাকচি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: বর্তমানে আমেরিকার সাথে আলোচনা পুনরায় শুরু করার কোন সম্ভাবনা নেই।

আল-আলমের বরাত দিয়ে পার্সটুঢে আরও জানায়, আমেরিকার সাথে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সরকারি তথ্য ওয়েবসাইটের সাথে এক সাক্ষাৎকারে সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: বাস্তবতা হল বর্তমানে আমেরিকার সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই, কারণ আমরা আমেরিকার কাছ থেকে কোনো ইতিবাচক বা গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি না।

তিনি বলেন: যখনই তারা উভয় পক্ষের জন্য একটি লাভজনক চুক্তি করার লক্ষ্যে সমতার ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত থাকবে; তখনই আলোচনা সম্ভব হতে পারে এবং ইরান সে সময় তা বিবেচনা করে দেখতে পারে। কিন্তু আমেরিকানদের কাছ থেকে আমরা যে দৃষ্টিভঙ্গি দেখতে পাই তা সেই ইঙ্গিত দেয় না।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।