জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান
(last modified Sun, 13 Jun 2021 23:18:56 GMT )
জুন ১৪, ২০২১ ০৫:১৮ Asia/Dhaka
  • নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি
    নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে তেহরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি এ প্রস্তাব উপস্থাপন করেছেন।

আলী চেগেনি রোববার বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, তার দেশ হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরের জ্বালানী খাতে ভারত ও চীনা পুঁজি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত এই বন্দরে তেলের কৌশলগত ভাণ্ডার স্থাপন করতে পারে। সেইসঙ্গে ভারত জাস্ক বন্দর থেকে পাইপ লাইনের মাধ্যমে ইরানের গ্যাস আমদানি করতে পারে। ভবিষ্যতে জ্বালানীর বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এই নিরাপদ খাতে বিনিয়োগ করতে পারে নয়াদিল্লি।

আলী চেগেনি আরো বলেন, সার্বিকভাবে ইরানের জ্বালানী খাতে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে।

ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, তার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের মুক্ত বাণিজ্য অঞ্চল চাবাহারে ভারত পেট্রোকেমিক্যাল ও রাসায়নিক সার কারখানা স্থাপন করতে পারে। ভারত চাইলে তাকে এককভাবে এ ধরনের শিল্প কারখানা স্থাপন করতে দেয়া হবে অথবা দেশটি ইরানি কোনো কোম্পানির সঙ্গে যৌথভাবেও এ কাজ করতে পারে। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ