নির্বাচনে ভোট দিয়ে শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে বললেন ইরানের প্রখ্যাত সুন্নি আলেম
https://parstoday.ir/bn/news/iran-i93122-নির্বাচনে_ভোট_দিয়ে_শত্রুর_ষড়যন্ত্র_নস্যাৎ_করতে_বললেন_ইরানের_প্রখ্যাত_সুন্নি_আলেম
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত সুন্নি আলেম মাওলানা শেইখ মুহাম্মাদ আলী আমিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি আজ (মঙ্গলবার) ইরানের বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২১ ১৫:৩০ Asia/Dhaka
  • মাওলানা শেইখ মুহাম্মাদ আলী আমিনি
    মাওলানা শেইখ মুহাম্মাদ আলী আমিনি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত সুন্নি আলেম মাওলানা শেইখ মুহাম্মাদ আলী আমিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি আজ (মঙ্গলবার) ইরানের বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহলে সুন্নাত ফতোয়া বোর্ডের প্রভাবশালী এই সদস্য আরও বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং জনগণের বিশ্বস্ত সব ব্যক্তিত্বদের উচিৎ সবাইকে ভোটদানে উৎসাহিত করা। একইসঙ্গে সুযোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরা যাতে ভোটারেরা প্রার্থী নির্বাচনে ভুল না করে।

শেইখ মুহাম্মাদ আলী আমিনি বলেন, ভোটাধিকার হচ্ছে সংবিধানে বর্ণিত একটি নাগরিক অধিকার। সবার উচিৎ এই অধিকার প্রয়োগ করা।

তিনি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এই সুন্নি আলেম।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।