জুন ২২, ২০২১ ১৭:০৬ Asia/Dhaka

সমগ্র ইরান জুড়ে আজ ইমাম রেজা(আ.)'র পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৪৮ হিজরির ১১ ই জিলকাদ মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা (আ)। তাঁর মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।

১৮৩ হিজরিতে আব্বাসীয় বাদশাহ হারুনের নির্দেশে তারই এক কারাগারে ইমাম কাজিম (আ.)'র শাহাদতের পর পঁয়ত্রিশ বছর বয়সে মুসলিম উম্মাহর ইমামতের দায়িত্ব গ্রহণ করেন ওই মহান ইমামের পুত্র ইমাম রেজা (আ.)। এই মহান ইমামের জন্মদিনে সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অশেষ দরুদ ও সালাম।

মহানবীর পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদায়ী নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ