ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভবনে নাশকতার চেষ্টা ব্যর্থ
https://parstoday.ir/bn/news/iran-i93604
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৩, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
    ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে পারমাণবিক শক্তি সংস্থার ভবনগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ফলে শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী আর এগোতে পারেনি।

বার্তা সংস্থাটি এর বেশি কিছু জানাতে পারেনি। কারণ এখনও এ বিষয়ে বিশদ তদন্ত চলছে। নাশকতার চেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থামিয়ে দিতে সব সময় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসলাম ও ইরানের শত্রুরা।

এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। তবে ইরানি জাতির দৃঢ় মনোবল নষ্ট করতে পারেনি। শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে ইরানের পরমাণু কর্মসূচিসহ সব উন্নয়ন প্রকল্প এগিয়ে যাচ্ছে।#  

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।