গ্যাস সরবরাহে বিশ্বে ইরানের অবস্থান শীর্ষে: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i93686-গ্যাস_সরবরাহে_বিশ্বে_ইরানের_অবস্থান_শীর্ষে_প্রেসিডেন্ট_রুহানি
গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৪, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।

রুহানি বলেন, ইরানের ৯৫ শতাংশের বেশি মানুষ এখন গ্যাস নেটওয়ার্কের আওতায় এসেছে। তাদেরকে সরাসরি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটা বিশ্বে নজিরবিহীন।

রুহানি আরও বলেন, গত আট বছরে ইরানের গ্রামাঞ্চলে গ্যাসের সরবরাহ পাঁচগুণ বেড়েছে। বিশ্বের আর কোনো দেশ গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এতো বেশি সাফল্য পায়নি।

তিনি বলেন, তার সরকার তেল ও গ্যাস সেক্টরে মানুষের অধিকার বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। আজকের প্রকল্পগুলো উদ্বোধনের মধ্যদিয়ে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ পূর্ণ হয়েছে বলে জানান রুহানি।

ইরানের বিদায়ী প্রেসিডেন্ট বলেন, তারা সব সময় পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়েছে। এ কারণে আন্তর্জাতিক মান শতভাগ বজায় রেখে পেট্রোল উৎপাদন ও ব্যবহার করা হচ্ছে। #

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।