ইরান:
ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. রায়িসি'র প্রথম টিভি সাক্ষাৎকার আজ
-
প্রেসিডেন্ট ড. রায়িসি
ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রথম টেলিভিশন সাক্ষাৎকার আজ (শুক্রবার) প্রচার করা হবে।
আয়াতুল্লাহ সাইয়্যেদ রায়িসির ওই টিভি সংলাপ ইরানের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ) এর মাজার কমপ্লেক্স থেকে প্রচারিত হবে।

তেহরানের স্থানীয় সময় বিকেল সাড়ে আটটায় প্রেসিডেন্ট রায়িসি ওই টিভি সাক্ষাৎকারের মধ্য দিয়ে দেশবাসীর সঙ্গে কথা বলবেন। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি'র) চ্যানেল নম্বর-২ এর মাধ্যমে তাঁর ওই সাক্ষাৎকার সকল জাতীয় গণমাধ্যমে সম্প্রচার করা হবে।#
নির্বাচিত প্রেসিডেন্ট ড. রায়িসি গত ২১ জুন প্রথম সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনও সকল গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।