ইরানে শুরু হয়েছে শোকাবহ মহররমের প্রস্তুতি
ইরানের সব শহরগুলো এখন চলছে মহররমের প্রস্তুতি। কালো পতাকা ও কালো কাপড় দিয়ে সাজানো হচ্ছে ইমামবাড়িগুলো।
নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া।
আম্মা! লাল তেরি খুনকিয়া খুনিয়া
কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে
সে কাঁদনে আসু আনে সীমারেরও ছোরাতে।
-কাজী নজরুল ইসলাম
আরবী পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মহররম। আরবী সনের প্রথম মাস মহররম হলেও বছরের শুরুর এই দিনটিতে কোন আনন্দ বা উল্লাসের লেশমাত্র নেই। চলতি বছর এই মহাশোকের সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারির সৃষ্ট বিষাদ। আরবী সনের প্রথম মাসের প্রথম দিনটি শুরু হয় একটি ঐতিহাসিক ঘটনা স্মরণের মধ্য দিয়ে। যে ঘটনাটি মানব জাতির জন্য অভুতপূর্ব ও চিরন্তন এক আদর্শের জন্ম দিয়েছে। এই আদর্শের জন্ম দিয়েছেন নবী করিম (সা) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ) মহান আত্মত্যাগের মাধ্যমে।
কারবালার মহাবিপ্লব বিশ্বের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে অবিস্মরণীয়। এই মহাট্র্যাজেডির পটভূমি লুকিয়ে ছিল আরব গোত্রগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও দ্বন্দ্বের মধ্যে। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।