পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i95704
পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেডলাইন বলে ঘোষণা করেছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই নিন্দা জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৯, ২০২১ ১৮:০৬ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে ইরানের একটি সামরিক স্পিডবোট; এসব বোট সার্বক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে
    পারস্য উপসাগরে ইরানের একটি সামরিক স্পিডবোট; এসব বোট সার্বক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে

পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেডলাইন বলে ঘোষণা করেছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই নিন্দা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কুটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগ দেয়া উচিত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে 

সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি ট্যাংকারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাঈদ খাতিবজাদে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই প্রথম নয়। এ সময় তিনি ২০১৯ সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে  ইরানের একটি তেল ট্যাংকার আটক হওয়া ঘটনা উল্লেখ করে বলেন, সেটি ছিলো অবশ্যই আন্তর্জাতিক আইনের লংঘন।

ওমান সাগরের হামলা প্রসঙ্গে গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বেআইনি ও নির্দয় এই হামলার পেছনে খুব সম্ভবত ইরান রয়েছে যারা একটি অথবা কয়েকটি ড্রোন দিয়ে ওই জাহাজে হামলা চালায়। এর কঠিন জবাব দেয়ার জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে লন্ডন।#

পার্সটুডে/এসআইবি/৯