আগস্ট ১০, ২০২১ ১৬:৪১ Asia/Dhaka
  • ইরানি ভ্যাকসিন কোভইরান বারাকাত
    ইরানি ভ্যাকসিন কোভইরান বারাকাত

ইরানি ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত উৎপাদন কারখানায় এখন পুরো উদ্যমে কাজ চলছে। বারাকাত ফার্মাসিউটিক্যাল গ্রুপের চেয়ারম্যান হামিদ রেজা জামশিদি বলেন, আমরা এখন ১০০% সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছি। আমাদের ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়ায় প্রতি মাসে প্রায় ১২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন হয়, যা দেশের চাহিদার একটি বড় অংশ পূরণ করছে।

হামিদ রেজা জামশিদি আরো বলেন, আমাদের এক নং কারখানাটি প্রতি মাসে ৩ থেকে ৪ লাখ ডোজ উৎপাদন করে যাচ্ছে। আর ২নং কারখানাটি ৭ থেকে ৮ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উৎপাদন করছে। 

'কোভ-ইরান বারাকাত' নামের ওই ভ্যাকসিন ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে।

কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ