সেপ্টেম্বর ০২, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সরঞ্জামের বেশিরভাগই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এ কারণে শত্রুরা ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারবে না।

তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের আরও বলেছেন, শত্রুদের হুমকির কারণেই ইরান সব ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা অর্জন করতে পেরেছে।

মুসাভি বলেন, শত্রুদের হুমকির কারণে ইরান প্রথম থেকেই চেষ্টা করেছে বিদেশ-নির্ভরতা কমাতে।

তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ক্রমেই বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরাও এখন স্বীকার করছে যে, এই অঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শীর্ষ অবস্থানে রয়েছে।

ইসলামের শত্রুরা প্রথম থেকেই ইরানের ইসলামী বিপ্লবের বিরোধিতা করে আসছে। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ