আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবহরের মিশন সম্পন্ন; সর্বোচ্চ নেতার অভিনন্দন
(last modified Sat, 11 Sep 2021 09:51:03 GMT )
সেপ্টেম্বর ১১, ২০২১ ১৫:৫১ Asia/Dhaka
  • আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবহরের মিশন সম্পন্ন; সর্বোচ্চ নেতার অভিনন্দন

আটলান্টিক মহাসাগরে মিশন সম্পন্ন করে দেশে ফেরা ৭৫ তম নৌ বহরের কমান্ডার ও তার সহযোগী সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভির কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, আটলান্টিক মহাসাগরে গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের ৭৫ তম নৌবহরের দৃঢ় ও সম্মানজনক প্রত্যাবর্তনে আমি অভিনন্দন জানাচ্ছি। ইরানের ইতিহাসে এই প্রথম এ ধরণের অভিযান পরিচালিত হয়েছে।

সর্বোচ্চ নেতা আরও বলেন, আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী তার সচেতন, সাহসী এবং অক্লান্ত পরিশ্রমী সদস্যদের নিয়ে ময়দানে উপস্থিত রয়েছে এবং গৌরবময় ইসলামী বিপ্লবের মহান লক্ষ্যের জন্য সংগ্রাম করতে সদা প্রস্তুত। এই সক্ষমতা সংরক্ষণ করে তা আরও বৃদ্ধি করুন।

তিনি বলেন, এই নৌবহরের কমান্ডার এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে আমার ধন্যবাদ পৌঁছে দিন। #

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।