‘স্বাস্থ্যকথা’য় ডা. কবিরুলের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যমূলক ও সময়োপযোগী’
https://parstoday.ir/bn/news/iran-i97514-স্বাস্থ্যকথা’য়_ডা._কবিরুলের_সাক্ষাৎকারটি_ছিল_অত্যন্ত_তথ্যমূলক_ও_সময়োপযোগী’
সুপ্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। শুরুতেই জানাচ্ছি শরতের শুভ্র কাশফুলের বৈকালিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই কুশলে আছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১০:৪৬ Asia/Dhaka
  • ‘স্বাস্থ্যকথা’য় ডা. কবিরুলের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যমূলক ও সময়োপযোগী’

সুপ্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। শুরুতেই জানাচ্ছি শরতের শুভ্র কাশফুলের বৈকালিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই কুশলে আছেন। 

১৫ সেপ্টেম্বরের স্বাস্থ্যকথা শুনলাম। এতে করোনা পরবর্তী সমস্যা ও জটিলতা দূর করতে করণীয় সম্পর্কে ঢাকার মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কবিরুল হাসান বিন রকীব-এর সাক্ষাৎকারটি ভীষণ ভালো লাগল। কোভিড আক্রান্ত রোগীর কোভিড নেগেটিভ হবার পর বিভিন্ন উপসর্গ এবং রোগীর ব্যতিক্রমী আচার আচরণ, স্মৃতিশক্তি লোপ ও তা থেকে ফিরিয়ে আনার টিপস, কাশির সমস্যা, খাবারের নিয়ম-কানুন মেনে চলা- এসব নিয়ে উক্ত সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যমূলক ও সময়োপযোগী। বিশেষ করে কোভিড নেগেটিভ হবার পরও যে দীর্ঘদিন রোগীর এতসব উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে এমন কোনো ধারণাই আমার ছিল না। 

সুপ্রিয় আশরাফ ভাই ও গাজী আব্দুর রশিদ ভাইয়ের দ্বৈত সঞ্চালনায় এ সপ্তাহের স্বাস্থ্যকথা পর্বে এত সুন্দর ও অর্থবহ সাক্ষাৎকার উপহার দেয়ার জন্য ডা. কবিরুল হাসান মহোদয় এবং রেডিও তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্বে সাক্ষাৎকারের বাকী অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আহরিত হবে বলে শোনার অপেক্ষায় রইলাম। 
আপনারা ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন। তৎসঙ্গে ভালো থাকুক আমার প্রিয় রেডিও তেহরান বাংলা। শুভ কামনাসহ- 

 

আব্দুল কুদ্দুস মাস্টার 
সভাপতি, শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব
উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।