তাজিকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন আঞ্চলিক সহযোগিতার পথ খুলে দেবে
(last modified Sat, 18 Sep 2021 11:11:23 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৭:১১ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি (বামে) ও ইমোমালি রাহমন
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি (বামে) ও ইমোমালি রাহমন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরান ও দুশানবের সম্পর্ক উন্নত হলে দু দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার পথ খুলে যাবে।

আজ (শনিবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের সঙ্গে বৈঠকে ইব্রাহিম রায়িসি এ কথা বলেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ব্যাপারে ইরান এবং তাজিকিস্তানের জন্য বেশ ভালো সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও শক্তিশালী হলে এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে তা আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে। প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, দুদেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনার মধ্যদিয়ে ইরান এবং তাজিকিস্তানের মধ্যে স্থিতিশীল ও পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারে।

সাংহাই শীর্ষ সম্মেলনে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট

তাজিকিস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২১তম শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ গ্রহণ করার জন্য ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ধন্যবাদ জানান তাজিকিস্তানের প্রেসিডেন্ট রাহমন। এছাড়া, ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য তাজিকিস্তানকে বেছে নেয়ারও প্রশংসা করেন তিনি।

ইমোমালি রাহমন বলেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে বর্তমানে যে চমৎকার সম্পর্ক রয়েছে তা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার সঠিক ক্ষেত্র তৈরি করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ