বিশ্বের ৫২টি দেশে খেজুর রপ্তানি করে ইরান
(last modified Sun, 19 Sep 2021 13:34:41 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৯:৩৪ Asia/Dhaka
  • খুজিস্তানের কৃষকরা খেজুর সংগ্রহ করছে
    খুজিস্তানের কৃষকরা খেজুর সংগ্রহ করছে

ইরানের খেজুর বিশ্বের ৫২ টি দেশে রপ্তানি হয়ে থাকে। ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র রুহানি লাতিফি জানান, ইরান ৫২টি দেশে খেজুর রপ্তানি করে থাকে।

তিনি আরো বলেন, ইরানের প্রিমিয়াম কোয়ালিটির খেজুর দিন দিন স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, খেজুর উৎপাদনে ইরান বিশ্বে ৩য় অবস্থানে আছে। 

ইরানের কৃষকরা এখন খেজুর উত্তোলনে নিজেদের ব্যস্ত সময় পার করছেন। এখানে খুজিস্তানের কারুন এলাকার কৃষকদের খেজুর সংগ্রহ করার কিছু ছবি দেয়া হল:

ট্যাগ