পুরুষ ভলিবলে এশিয়ার চ্যাম্পিয়ন ইরান
(last modified Mon, 20 Sep 2021 03:33:32 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২১ ০৯:৩৩ Asia/Dhaka
  • পুরুষ ভলিবলে এশিয়ার চ্যাম্পিয়ন ইরান

২০২১ সালের পুরুষ ভলিবল বিভাগের চ্যাম্পিয়নশিপে জাপানকে হারিয়ে শিরোপা জয় করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (রোববার) জাপানের শিবা পোর্ট অ্যারেনাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরান জাপানি দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে।

খেলায় ইরানি দল অত্যন্ত আক্রমণাত্মক ভূমিকায় নামে এবং ইরানি খেলোয়াড়দের মুহুর্মুহু চাপ সৃষ্টির কারণে জাপান অনেকটা আত্মরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হয়।

প্রথম সেটে ইরান ২৭-২৫ পয়েন্টে জয়লাভ করে। দ্বিতীয় সেটেও প্রচণ্ড শক্তিমত্তা প্রদর্শন করে ইরানি দল ২৫-২২ পয়েন্টে বিজয় লাভ করে। সফরকারী ইরানি দল ম্যাচে তাদের দক্ষতা অব্যাহত রাখে। তবে জাপানও কঠোর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু স্বাগতিকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইরানি দল ৩১-২৯ পয়েন্টে চূড়ান্ত সেট জিতে নেয়।

ম্যাচ জয়ের পর ইরানের প্রধান কোচ বেহরুজ আতায়ি বলেন, “খেলোয়াড়রা সবাই চমৎকার পারফর্ম করে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ইরানি জনগণের জন্য আনন্দের খবর বয়ে আনতে পেরে আমি খুবই খুশি।”#

পার্সটুডে/এসআইবি/২০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ