তেহরানে আইআরজিসি'র গবেষণা কেন্দ্রে আগুন
https://parstoday.ir/bn/news/iran-i97888-তেহরানে_আইআরজিসি'র_গবেষণা_কেন্দ্রে_আগুন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনি বা আইআরজিসি'র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২১ ০৮:০৭ Asia/Dhaka
  • তেহরানে আইআরজিসি'র গবেষণা কেন্দ্রে আগুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনি বা আইআরজিসি'র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত  তাদের একটি গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে কেন্দ্রের তিনজন কর্মচারি আহত হয়েছেন

কিছু সময়ের প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

কিভাবে এবং কেন আইআরজিসির এ গবেষণা কেন্দ্রে আগুন লেগেছে তা জানা যায় নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।