ইরানের সামরিক বাহিনী শত্রুর অপূরণীয় ক্ষতি করতে সক্ষম
https://parstoday.ir/bn/news/iran-i97966-ইরানের_সামরিক_বাহিনী_শত্রুর_অপূরণীয়_ক্ষতি_করতে_সক্ষম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর জন্য অপূরণীয় ক্ষতিসাধন করে দেয়ার ক্ষমতা রাখে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৯:২১ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র
    ইরানের ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর জন্য অপূরণীয় ক্ষতিসাধন করে দেয়ার ক্ষমতা রাখে।

ইহুদিবাদী ইসরাইল যখন ইরানের ওপর হামলা চালানোর জন্য দফায় দফায় হুমকি দিচ্ছে তখন খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির ওই কর্মকর্তা এ কথা বললেন

আজ (সোমবার) একদল শিক্ষাবিদের সঙ্গে আলোচনার সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমেরিকা এবং কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থনপুষ্ট ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যে হুমকি ও নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান উৎস তবে এই হুমকি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে তেহরান

খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির ওই কর্মকর্তা আরো বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে গত দুই দশকের বেশি সময় ধরে যে আর্থিক এবং মানবীয় ক্ষয়ক্ষতি হচ্ছে তা মূলত ইহুদিবাদী ইসরাইলের দাবি ও কৌশলের কাছে ওয়াশিংটনের আত্মসমর্পণের কারণে

তবে ইহুদিবাদী সরকার ও আমেরিকার মধ্যকার সম্পর্ক খুব শিগগিরই লস-লস পরিস্থিতিতে পড়বে এবং আমরা সময়মতো তার বৈশিষ্ট্য এবং উপাদানগুলো তুলে ধরবো#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।