সেপ্টেম্বর ৩০, ২০২১ ০৮:২৩ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইসমাইল কায়ানি ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী যুদ্ধের অগ্রনায়ক লে. জেনারেল কাসেম সোলায়মানি না থাকলে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ভিন্ন রকম হতো। তিনি বুধবার তেহরানে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

কুদস ফোর্স গঠিত হয়েছিল জেনারেল সোলায়মানির হাত ধরে এবং তিনি বাগদাদে মার্কিন হামলায় শহীদ হওয়ার আগ পর্যন্ত এই ফোর্সের কমান্ডার ছিলেন।

আব্দুল্লাহিয়ান বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) যদি সিরিয়া ও ইরাকে শক্তিশালী ঘাঁটি গড়তে পারত তাহলে আজ গোটা বিশ্বকে সন্ত্রাবাদ ও উগ্রতা মোকাবিলা করতে হতো। কিন্তু জেনারেল সোলায়মানির অক্লান্ত পরিশ্রম ও বিজ্ঞচিত রণকৌশলের কারণে ওই দুই দেশে দায়েশ পরাজিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে সোলায়মানির পদাঙ্ক অনুসরণ করবে।

শহীদ জেনারেল সোলায়মানি

কুদস ফোর্সকে সীমান্তবিহীন একটি বাহিনী উল্লেখ করে আব্দুল্লাহিয়ান বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে এই বাহিনীকে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাতে জেনারেল সোলায়মানির স্মৃতি স্মরণ করে জেনারেল কায়ানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের স্বার্থ রক্ষা ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ