শহীদ সোলাইমানি যুদ্ধজাহাজের নির্মাণ কাজ দেখলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i98372-শহীদ_সোলাইমানি_যুদ্ধজাহাজের_নির্মাণ_কাজ_দেখলেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা অর্জনের প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে। তিনি আজ শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহর সফরকালে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২১ ১৮:২২ Asia/Dhaka
  • রায়িসি (মাঝে কালো পাগড়ি পরা)
    রায়িসি (মাঝে কালো পাগড়ি পরা)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা অর্জনের প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে। তিনি আজ শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহর সফরকালে এ কথা বলেন।

এ সময় তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি জাহাজ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে শহীদ সোলাইমানি নামের যুদ্ধজাহাজসহ আরও কয়েকটি নৌযান নির্মাণের কাজ চলছে।

জাহাজ নির্মাণ প্রকল্প পরিদর্শনের পর রায়িসি আরও বলেন, বিভিন্ন ক্লাসের জাহাজসহ নৌযান নির্মাণের এই কার্যক্রম এই খাতে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে অগ্রগতির প্রমাণ। এর ফলে সাগর ভিত্তিক অর্থনীতি জোরদার হবে এবং বৈদেশিক মুদ্রা ব্যয় কমবে।

ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রদেশ সফর করছেন ইব্রাহিম রায়িসি। এটি তার ষষ্ঠ প্রদেশ সফর। এসব সফরে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরও নিয়ে যাচ্ছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।