নতুন নতুন সাবমেরিন ও ডেস্ট্রয়ার তৈরিতে ব্যস্ত ইরান
ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, নিজেদের তৈরি সাবমেরিনগুলো এখন পুরোদমে ব্যবহার করা হচ্ছে এবং নতুন নতুন সাবমেরিন নির্মাণাধীন রয়েছে।
তিনি আজ বুধবার আরও বলেছেন, ইরান খুব শিগগিরই ভারী ডেস্ট্রয়ার নির্মাণ করবে। বর্তমানে 'জামারান' ও 'সাহান্দ' ক্লাসের কয়েকটি ডেস্ট্রয়ার নির্মাণাধীন রয়েছে বলে জানিয়েছেন শাহরাম ইরানি।
ইরানি তেল ট্যাংকারে জলদস্যুদের হামলা মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, নৌপথে ইরানের বাণিজ্য নির্ঝঞ্ঝাট রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, এডেন উপসাগরে জলদস্যুদের ব্যাপক তৎপরতা রয়েছে। নৌ সন্ত্রাস সেখানে বিদ্যমান। এ অবস্থায় ইরানি নৌবাহিনী যথোপযুক্ত সময়ে যে কোনো বিপদ মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের এই নৌ কমান্ডার আরও বলেন, তারা গৌরবময় অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও সম্মানজনক এই পথচলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন