ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের সাহস শত্রুদের নেই: সামরিক বাহিনীর মুখপাত্র
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, শত্রুদের সামরিক যুদ্ধ করার সাহস নেই। এ কারণে তারা নরম যুদ্ধ ও গণমাধ্যম ব্যবহারের পথ বেছে নিয়েছে। ফার্স প্রদেশে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
শেকারচি আরও বলেন, পৃথিবীর নানা ঘটনাতে ইরানের শক্তিমত্তা স্পষ্ট হচ্ছে। সবাই ইরানকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে বড় শক্তি। বিপ্লবকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্ব অনস্বীকার্য।
সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে প্রতিদিনই গড়ে অন্তত একটি হুমকির সম্মুখীন হয়েছে ইরান। বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা নানা উপায়ে তা ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়তার সঙ্গে এসব হুমকি মোকাবেলা করে এসেছে। #
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন