‘নভেম্বরেই শুরু হচ্ছে পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা সংলাপ’
https://parstoday.ir/bn/news/iran-i99228-নভেম্বরেই_শুরু_হচ্ছে_পরমাণু_সমঝোতা_বিষয়ক_ভিয়েনা_সংলাপ’
নভেম্বর মাস শেষ হওয়ার আগেই ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হবে বলে খবর দিয়েছেন ব্রাসেলস সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।তিনি বুধবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এনরিক মুরার সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ০৮:২৪ Asia/Dhaka
  • বুধবার ব্রাসেলসে মুরার (বামে) সঙ্গে বৈঠক করে বাকেরি-কানি
    বুধবার ব্রাসেলসে মুরার (বামে) সঙ্গে বৈঠক করে বাকেরি-কানি

নভেম্বর মাস শেষ হওয়ার আগেই ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হবে বলে খবর দিয়েছেন ব্রাসেলস সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।তিনি বুধবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এনরিক মুরার সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন।

আলী বাকেরি এক টুইটার বার্তায় লিখেছেন, “পরমাণু আলোচনাকে সফল করার সম্ভাব্য উপাদানগুলো নিয়ে এনরিক মুরার সঙ্গে আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে। আগামী নভেম্বর মাস শেষ হওয়ার আগেই আলোচনা আবার শুরু করতে আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।”

এর আগে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাকেরি-কানি মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেন।

ব্রাসেলসের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে বাকেরি এক টুইটার বার্তায় জানান, তার দেশ এমন আলোচনায় বসতে চায় যেখানে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি ও কার্যকরভাবে প্রত্যাহার করার সুযোগ সৃষ্টি হবে। সেইসঙ্গে বহির্বিশ্বের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক হবে এবং আবার পরমাণু সমঝোতাকে অকার্যকর করে দেয়ার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে।

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।