মার্চ ০৪, ২০২৪ ২০:৩৬ Asia/Dhaka
  • ইউরোপীয় পার্লামেন্ট মাহসা আমিনি এবং ইরানি প্রতিবাদী নারীদের প্রতি সম্মান জানিয়েছে
    ইউরোপীয় পার্লামেন্ট মাহসা আমিনি এবং ইরানি প্রতিবাদী নারীদের প্রতি সম্মান জানিয়েছে

বিশিষ্ট এক রাজনীতি বিশ্লেষকের মতে, ইসরাইলি অপরাধের ক্ষেত্রে পশ্চিমাদের দ্বৈত নীতি আবারও প্রমাণিত হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন- যারা নিজেদেরকে মাহসা আমিনীর সমর্থক বলে দাবী করে তারা কেন গাজায় ইসরাইলি বর্বরতার প্রশ্নে নীরব?

মুহাম্মাদ হোসাইন কাদিরি আবিয়ানেহ'র ভাষ্য অনুযায়ী পশ্চিমারা কেবল মুখে মুখেই ইসরাইলকে সমর্থন করছে না বরং তারা তেলআবিবকে বিচিত্র অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে। আমেরিকা থেকে যেসব ক্ষেপণাস্ত্র ইসরাইলে যায় সেগুলোর ওজন ২ টনের মতো।

ইউরোপীয় পার্লামেন্ট মাহসা আমিনি এবং ইরানি প্রতিবাদী নারীদের প্রতি সম্মান জানিয়েছে

 

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং দুই এমপি মাহসা আমিনির মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের চুল কেটে ফেলেছেন

কাদিরির মতে, মাহসা আমিনিকে ইরান সরকার হত্যা করেছে বলে তারা মিথ্যা দাবি তুলেছিল। তাদের মন্ত্রীরা ক্যামেরার সামনে তাদের চুল কেটেছে। অথচ তারাই গাজার ঘটনা সম্পর্কে শুধু নীরবই নয়, ইসরাইলকে উল্টো সমর্থনও করে।

মাহসা আমিনির জন্য পশ্চিমা দেশগুলিতে লিফলেট মুদ্রণ এবং বিতরণ

*মাহসা আমিনি ছিলেন একজন ইরানি মেয়ে। ২০২২ সালে হার্ট অ্যাটাকের কারণে পুলিশ হেফাজতে তিনি মারা যান। পুলিশ ক্যামেরার ছবিতে দেখা যায় তিনি ক্ষতিগ্রস্থ হন নি। কিন্তু পশ্চিমা এবং ইসরাইলি মিডিয়া জনমতকে উস্কে দিতে এবং ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ইস্যুটিকে ব্যবহার করেছে। তারা "নারী, জীবন, স্বাধীনতা"-এই স্লোগান দিয়ে ইরান সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালায়।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ