এশিয়ান যুব ৪০০ মিটার হার্ডলেসে সোনা জিতেছেন ইরানি মেয়ে
(last modified Sat, 27 Apr 2024 11:16:28 GMT )
এপ্রিল ২৭, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • এশিয়ান যুব ৪০০ মিটার হার্ডলেসে সোনা জিতেছেন ইরানি মেয়ে

এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলসে ইভেন্টে সোনা জিতেছেন ইরানি মহিলা দৌড়বিদ। নাজানিন ফাতেমেহ আইডিয়ান এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। তিনি ৪০০ মিটার হার্ডলে ৫৮.৮৬ সেকেন্ড সময় নিয়ে ইরানের জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন।

ইরানি এই মহিলা দৌড়বিদ এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের তুলনায় ৫৮.৮৬ সেকেন্ড আগে কোরাম রেকর্ড করে ফিনিশিং লাইন অতিক্রম করতে সক্ষম হন। ইদিয়ান এই ইভেন্টে প্রাপ্তবয়স্ক ক্যাটাগরিতে ইরানের জন্য একটি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেন। এর আগে  ইরানী মহিলা দৌড়বিদ শাহলা মাহমুদির ৫৯.১৬ সেকেন্ডের রেকর্ডটি ভেঙেছেন তিনি। এই কৃতিত্ব তাকে ইরানের হয়ে এই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডধারীর খেতাব অর্জন বয়ে নিয়ে এসেছে।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ