‘রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র’
https://parstoday.ir/bn/news/letter-i102528-রেডিও_তেহরান_একটি_ব্যতিক্রমধর্মী_বেতার_কেন্দ্র’
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের দোয়াতে সবাই ভালো আছেন। রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র। অন্য বেতারের থেকে সম্পূর্ণ আলাদা। রেডিও তেহরান সব শ্রোতাদের সমান গুরুত্ব দিয়ে থাকে, যা আমরা অন্য বেতার থেকে পাই না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৫, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র’

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের দোয়াতে সবাই ভালো আছেন। রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র। অন্য বেতারের থেকে সম্পূর্ণ আলাদা। রেডিও তেহরান সব শ্রোতাদের সমান গুরুত্ব দিয়ে থাকে, যা আমরা অন্য বেতার থেকে পাই না।

এ বেতারটি চমৎকার উপস্থাপনার মাধ্যমে সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে থাকে। ইসলামিক কালচার থেকে শুরু করে দৈনন্দিন তরতাজা ঘটনাপ্রবাহ প্রতিনিয়ত রেডিও’র মাধ্যমে তুলে ধরে। 

ইসরাইলের জঘন্য নীতি যে গোটা বিশ্বের কাছে নিন্দনীয়, রেডিও তেহরানের মাধ্যমে আমরা তা জেনে থাকি। 

গ্রাম-বাংলার মানুষের খবর শুনতে রেডিওই একমাত্র ভরসা। গ্রামের মানুষ এখনও রেডিওকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এক সময় আমাদের এলাকার মানুষ বিবিসি শোনার জন্য উন্মুখ হয়ে থাকত; রেডিও তেহরান যে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে সে খবর অনেকের জানা ছিল না। আমরা চায়ের আড্ডায় বসে মানুষকে সচেতন করেছি রেডিও তেহরান শোনার জন্য। তখন থেকে মানুষের আগ্রহ বাড়তে থাকে। অনুষ্ঠান শুনলেও সবাই চিঠি লিখতে পারত না। তবে, এখনও চায়ের দোকানের আড্ডায় রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়ে আলোচনা শোনা যায়। বর্তমানে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান শোনার আগ্রহ আবারও বেড়েছে। 

আমরা আমাদের ক্লাবের উদ্যোগে রেডিও তেহরান অনুষ্ঠান আরো বেশি বেশি মানুষ শোনে তার জন্য প্রচার চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।     

 

জাকির হোসেন 

সভাপতি, ভি আর এল ক্লাব 

নওপাড়া শিমুলিয়া, থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ 

পশ্চিম বাংলা, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।