‘রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সেরাদের সেরা’
(last modified Wed, 19 Jan 2022 08:23:55 GMT )
জানুয়ারি ১৯, ২০২২ ১৪:২৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সেরাদের সেরা’

প্রিয় জনাব/জনাবা, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

ছোটবেলা থেকেই সংবাদ শোনা আমার দারুণ নেশা! বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাপ-চাচা ও ভাইদের সাথে বসে বিবিসি, আকাশ বাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান শুনেছি। অতঃপর ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত  বিভিন্ন বেতারের অনুষ্ঠানমালা নিয়মিত শুনে আসছি।

সংবাদ শোনার নেশার কারণেই আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও'র নব ঘুরাতে ঘুরাতে রেডিও তেহরানের বাংলা বিভাগের সন্ধান পেয়েছিলাম! ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবনেও রেডিও তেহরানকে একজন প্রকৃতবন্ধু হিসেবে কাছে পেয়েছি। জীবন চলার পথে কত সমস্যার সম্মুখীন হয়েছি, সেই সব সমস্যার সমাধান করেছি প্রিয় বেতার রেডিও তেহরানের সম্প্রচারিত অনুষ্ঠান শোনার অভিজ্ঞতার আলোকে।

সত্যি কথা বলতে কী, রেডিও তেহরানের সম্প্রচারিত বিশ্ব সংবাদ না শুনলে আমার মোটেও ভালো লাগে না! রেডিও তেহরান একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। সে শুধু ইরানের কথায় বলে না, সে মধ্যপ্রাচ্য তথা গোটা দুনিয়ার কথা বলে, তাও আবার ৩০টি ভাষায়। তথ্য প্রযুক্তির উন্নতির ফলে যেখানে বিশ্বের নামি-দামি রেডিও স্টেশনগুলো সম্প্রচার গুটিয়ে নিচ্ছে, সেখানে রেডিও তেহরান স্বগৌরবে তার সম্প্রচার রেডিও'র পাশাপাশি ইন্টারনেট, টুইটার, পার্সটুডে ও ফেসবুক লাইভে চালিয়ে যাচ্ছে।

রেডিও তেহরানের বিশ্ব সংবাদ এতোটাই নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা যা না শুনলে বোঝা সম্ভব নয়। কোনোপ্রকার রাখঢাক না করেই রেডিও তেহরান প্রকৃত সত্য ঘটনা দ্ব্যর্থহীন ভাষায় শ্রোতাদের সামনে পরিবেশ করে থাকেন। রেডিও তেহরান নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর কণ্ঠস্বর নয়, রেডিও তেহরান মানবতার কণ্ঠস্বর। সে জাতি ধর্ম নির্বিশেষে সকলের খবর প্রচার করে। যেখানে বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্র সত্য, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ ধামাচাপা দিয়ে পক্ষপাতিত্বমূলক খবর প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে প্রপোগান্ডা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে। সেখানে রেডিও তেহরান কারো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সঠিক সংবাদ পরিবেশন করে থাকেন। সাদাকে সাদা, কালোকে কালো বলায় রেডিও তেহরানের প্রধান বৈশিষ্ট্য।

দীর্ঘ পথপরিক্রমায় রেডিও তেহরানের বাংলা বিভাগ তার নিজস্ব বৈশিষ্ট্য, প্রচার কৌশল, সময়োপযোগী অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, তথ্যসম্বলিত, শিক্ষণীয় ও মনোমুগ্ধকর অনুষ্ঠানসমূহের মাধ্যমে শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে।

রেডিও তেহরানের বিশ্ব সংবাদ আমার কাছে সঞ্জীবনী সুধার মতো। দিনের শেষে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ শুনলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তাইতো প্রতিদিন রেডিও তেহরানের বিশ্ব সংবাদ শোনার জন্য রেডিওতে নয়তো ফেসবুক লাইভে কান পেতে রই।

 

ধন্যবাদান্তে-

আপনাদেরই সিনিয়র শ্রোতা বন্ধু,

মোখলেছুর রহমান,

মহাপরিচালক, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল,

খাদিমপুর বাজার, পো. বহলবাড়ীয়া, জেলা. কুষ্টিয়া, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ