বিশ্ব মানবতার জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছে ইরান
https://parstoday.ir/bn/news/letter-i105734-বিশ্ব_মানবতার_জন্য_এক_অনুকরণীয়_আদর্শ_স্থাপন_করেছে_ইরান
১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমানের লেখা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১২:৫২ Asia/Dhaka
  • বিশ্ব মানবতার জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছে ইরান

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমানের লেখা।

ইরানে ইসলামি বিপ্লবের পর সাম্রাজ্যবাদী শক্তির নিষ্পেষণ থেকে নিপীড়িত ইরানি জাতিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি প্রদানের পাশাপাশি বিশ্বব্যাপী মজলুম জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিশ্বের যে প্রান্তেই সাধারণ মানুষ নির্যাতনের স্বীকার হয়েছে, সেখানেই ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পক্ষাবলম্বন করেছে। সাম্প্রতিক সময়ে ইরাক-সিরিয়ায় চলমান মানবতার সংকটে, আফগানিস্তান ও লেবাননে জরুরি সহায়তা প্রদানে, আফ্রিকার বিভিন্ন দেশ, ইয়েমেন ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায় কিংবা কয়েক দশক থেকে চলমান ফিলিস্তিনের সমস্যা নিয়েও সদা সরব ভূমিকা পালন করে আসছে ইরান। মজলুম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করছে তারা। এভাবে ক্রমাগত মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম মানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান।

বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শোষক শ্রেণির হিংস্র আগ্রাসনে বিপর্যস্ত নানা দেশ ও জাতি, বিশেষতঃ মুসলিম দেশগুলো নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পবিত্রভূমি জেরুজালেমের দেশে। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের করুণ আহাজারিতে মানবতা আজ ভূলুণ্ঠিত। নিজের দেশেই তারা পরাধীন। ফিলিস্তিনিদের সবচেয়ে কাছের বন্ধু হলো ইরান এবং তার মিত্র শক্তিগণ। সামরিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে দখলদারদের বিরুদ্ধে জনমত গঠনে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে ইরান। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে অনেক মুসলিম দেশ এসে দাঁড়ালেও তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আগ্রহী নয়। তারা অন্যায়কারীদের সাথে আপোষনীতি অবলম্বন করলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতার পদক্ষেপ গ্রহণ করে চলেছে। একমাত্র ইরান দৃঢ় চিত্তে তাদের অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রেখে জনমত গঠন করেছে। ইরানের প্রত্যেক জনগণ পবিত্রভূমির স্বাধীনতা অর্জনের জন্য জীবন ও সম্পদ উৎসর্গ করতেও দ্বিধা করেনা।

আরব বসন্তের পর নানা রাজনৈতিক উত্থানের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশ স্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরাক ও সিরিয়ার অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে বিভিন্ন পক্ষ একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত। বহুর্মুখী যুদ্ধে প্রাণ হারাচ্ছে লাখো সাধারণ মানুষ। ঘর-বাড়ি ও কর্মসংস্থান হারিয়ে নিঃস্ব হয়েছে আরও বহুগুণ। সেখানেও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইরান। ইরাক ও সিরিয়া থেকে কয়েক লাখ শরণার্থী এসে ইরানে বসবাস করছে। গৃহযুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার যুদ্ধে ইরান সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে সেখানে। ইরানের হস্তক্ষেপে বহু প্রদেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এছাড়া স্থায়ী রাজনৈতিক সমাধান অর্জনের জন্যেও ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিগত চার দশক ধরে আফগানিস্তানের জনগণ মানবেতর জীবনযাপন করছে। বৈধভাবে প্রায় ৮ লক্ষ এবং অবৈধভাবে ২৩ লক্ষ আফগান শরণার্থী রয়েছে ইরানে। এতো বিপুল সংখ্যক মানুষের দায়িত্ব নেয়ার পাশাপাশি আফগানিস্তানের বর্তমান সংকট নিরসনে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যের অপর একটা ক্ষুদ্র দেশ হলো লেবানন। শান্তিপ্রিয় দেশটি প্রায়ই প্রতিবেশী দেশ ইসরায়েলের মাধ্যমে নির্যাতনের স্বীকার হয়। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাও করে নানাপক্ষ। লেবাননের জনগণের জন্য বিশ্বস্ত একটা কবজের নাম হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। রাজনৈতিক সমস্যায় পাশে দাঁড়ানো ছাড়াও অর্থনৈতিক ও সামরিক সহায়তাও প্রদান করে ইরান। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অভাবে লেবাননের শক্তি উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো। সাম্রাজ্যবাদীদের নিষেধাজ্ঞা অমান্য করে ইরান তাদের সহায়তা করেছে। উপযুক্ত সময়ে ৪০ লাখ লিটার পেট্রোল পাঠিয়ে লেবাননকে ভয়াবহ সমস্যা থেকে বাঁচিয়েছে তারা।

মুসলিম বিশ্বের অপর একটা রক্তাক্ত ভূমি হলো ইয়েমেন। কোনো এক অজানা কারণে সেখানকার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন অকাতরে। মুসলিম বিশ্বের বহু রাষ্ট্র দেখেও না দেখার ভান করে রয়েছে। ঠিক এমন সময় ভ্রাতৃত্বের চরম পরাকাষ্ঠা স্থাপন করে এগিয়ে এসেছে ইরান। ইরানি সহায়তা পেয়ে ইয়েমেনের মুক্তিকামী জনগণ এখন পূর্বের তুলনায় অধিক শক্তিশালী ও সংগঠিত।

ইয়েমেনের মতোই আফ্রিকার বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সুদানের মুসলমানদের অবস্থা খুবই করুন। মুসলিম ভাতৃত্ববোধের চেয়ে জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে এক পক্ষ অপর পক্ষের ক্ষতিসাধন করছে নানাভাবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান সেখানেও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে।

মিয়ানমারের সাম্প্রদায়িক শক্তির নিষ্পেষণে জর্জরিত রোহিঙ্গা মুসলিমরা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বিশ্ব মোড়লেরা তাদের প্রত্যাবর্তন করার চেয়ে বিতাড়নের স্থায়িত্বকে অসীম সময়ের জন্য বাড়িয়ে দিচ্ছে। ঠিক এই সময় রোহিঙ্গাদের মৌলিক দাবি দ্রুত বাস্তবায়নে বৈশ্বিক জনমত গঠন ও চাপ প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শরণার্থী শিবিরগুলোতে ইরানের আর্থিক সহায়তা কার্যক্রম চলছে। এভাবে ইরান পৃথিবীর নানা প্রান্তে মজলুম জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে।

বিশ্ব-যায়নবাদী চক্রের সাথে সাম্রাজ্যবাদীদের যৌথ কূটচালে আজ বন্দি হয়েছে পৃথিবীর অধিকাংশ মানুষ। কোন জাতি দেশ থেকে বিতাড়িত, কেউ বা নিজের দেশটাকেই আবিস্কার করছে বিশাল কারাগার রূপে। অভ্যন্তরীণ শত্রুদের অন্তর্ঘাতমূলক তৎপরতা ও বহিঃশত্রুর কুটনৈতিক, রাজনৈতিক, সামরিক আগ্রাসন আর অব্যাহত অপপ্রচারের প্রবল লড়াইয়ে পর্যদুস্ত হয়ে পড়েছে মজলুম জনগোষ্ঠী। মানবতার রক্ষা এবং প্রকৃত রাজ-ধর্ম পালন করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান অপশক্তির মোকাবিলা করে বিগত চার দশক ধরে বিশ্ব মানবতার জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছে। মজলুম জনগোষ্ঠীও তাদের প্রকৃত বন্ধু হিসেবে মর্যাদা ও ভালোবাসায় সিক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে।

 

মোঃ মোস্তাফিজুর রহমান

মীরের চক, ঘোড়ামারা 

বোয়ালিয়া, রাজশাহী।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।