'ইরানের প্রকৃতি দিবসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর'
(last modified Mon, 04 Apr 2022 10:08:57 GMT )
এপ্রিল ০৪, ২০২২ ১৬:০৮ Asia/Dhaka
  • 'ইরানের প্রকৃতি দিবসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর'

প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে ২ এপ্রিল (শনিবার) সান্ধ্য অধিবেশনে শ্রদ্ধেয় গাজী আব্দুর রশীদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী লেগেছে।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠান থেকে প্রকৃতির প্রতি ইরানের প্রকৃতিপ্রেমী মানুষের ভালো লাগা ও ভালোবাসার নিবিড় বন্ধুত্ব বা সখ্যতার বিষয়ে অনেক অজানা তথ্য পেয়েছি। এতে করে ইরানের সংস্কৃতি বিষয়ে আমার কৌতুহল কিছুটা নিবৃত্ত হয়েছে।

অনুষ্ঠান থেকে জানতে পেরেছি যে, ফার্সি ১৩ ফারভারদিন ইরানে প্রকৃতি দিবস। প্রকৃতি দিবসের মধ্য দিয়ে নওরোজ উৎসবের সমাপ্তি হয়। প্রকৃতির সাথে ইরানিদের নিবিড় আত্মীয়তা। যদিও ১৩ তারিখটি ইরানিদের কাছে অশুভ ইঙ্গিতবাহী। তথাপিও এদিন ইরানিরা শহর, গ্রামের সবাই পরিবার নিয়ে দলবদ্ধভাবে প্রকৃতির কোলে আশ্রয় নেন। সবাই মিলে দুপুরে বাইরের খাবার গ্রহণ করেন। কৌতুক, গল্প, সূর্যস্নান করেন। ইসলামের এক নবী বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য দরকার বিশুদ্ধ বাতাস, সুপেয় পানি এবং কৃষি কাজের জন্য নরম উর্বর জমি। এছাড়াও, প্রয়োজন সবুজ প্রকৃতির দিকে তাকানো, সাঁতার কাটা, ঘোড়ায় চড়া ও হাঁটা।

বর্তমানে বনাঞ্চল কমছে পরিবেশ দূষণ বাড়ছে। পরিবেশ সুরক্ষা খুবই দরকার। প্রকৃতি মানুষ ছাড়া থাকতে পারে কিন্তু মানুষ প্রকৃতি ছাড়া বেঁচে থাকতে পারে না। প্রকৃতি বেঁচে না থাকলে মানুষের উপস্থিতি বিপন্ন। নগরায়নের ধারা বিশ্বে বেড়ে গেছে। কলকারখানা গড়ে ওঠায় গ্রামগুলো বিলুপ্তির পথে। গ্রিন হাউস গ্যাস বাড়ছে। গ্রিন হাউস গ্যাস কমানো প্রয়োজন। জাতিসংঘের ৫০ বছরের এক সমীক্ষায় দেখা গিয়েছে মানুষ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করেছে। এতে জীব-বৈচিত্র্যের প্রচণ্ড ক্ষতি হয়েছে। পরিবেশের ওপর মানুষের যেমন প্রভাব পড়ে তেমনি মানুষের উপরেও পরিবেশের প্রভাব পড়ে। তাই মানুষের দায়িত্ব এবং কর্তব্য প্রকৃতি পরিবেশকে রক্ষা কর। 

প্রকৃতি দিবস উপলক্ষে এক সুন্দর এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবাইকে জানাই সবুজ এবং সতেজ একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা।

 

মনীষা রায়

মেখলিগঞ্জ, কোচবিহার, 

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ