'ইরান ভ্রমণ অনুষ্ঠানটি আমাকে দারুণ আকর্ষণ করে'
https://parstoday.ir/bn/news/letter-i109458-'ইরান_ভ্রমণ_অনুষ্ঠানটি_আমাকে_দারুণ_আকর্ষণ_করে'
মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত শনিবারের (১৫ জুন) ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠানটি শুনলাম। একজন ভ্রমণপিপাসু হিসেবে এ অনুষ্ঠানটি আমাকে দারুণ আকর্ষণ করে। এর মাধ্যমে প্রিয় ইরানের অনেক অজানা বিষয় জানতে পেরে মনটা ভরে যায়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৯, ২০২২ ১৬:১২ Asia/Dhaka
  • 'ইরান ভ্রমণ অনুষ্ঠানটি আমাকে দারুণ আকর্ষণ করে'

মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত শনিবারের (১৫ জুন) ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠানটি শুনলাম। একজন ভ্রমণপিপাসু হিসেবে এ অনুষ্ঠানটি আমাকে দারুণ আকর্ষণ করে। এর মাধ্যমে প্রিয় ইরানের অনেক অজানা বিষয় জানতে পেরে মনটা ভরে যায়।

গতকালের (১৪ জুন) দর্পন অনুষ্ঠানটিও খুব ভালো লেগেছে। রেডিও তেহরানের প্রতিটি পরিবেশনাতেই শিক্ষার কিছু না কিছু বিদ্যমান থাকে যেটি কিনা রেডিও তেহরানকে ভালোবাসার কেন্দ্রবিন্দু।

আমি নিজে একজন শিশু গবেষক হিসেবে দাবি করতে চাই যে, ইরানি শিশুদের আচরণ বিষয়ে পরিবেশনা নিয়ে আসা হোক। এ অনুষ্ঠান থেকে ইসলামী ও সামাজিক মূল্যবোধের অনেক শিক্ষা আমাদের শিশুরা পাবে বলে বিশ্বাস করি।

 

শুভেচ্ছান্তে,

ড. সালেহ মতীন

ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব

খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা-১২১৯, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।