শ্রোতাদের মতামত
'সুখের নীড় অনুষ্ঠানটি আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত'
আসসালামু আলাইকুম। আমরা যতই আধুনিক যান্ত্রিকতার এগিয়ে চলি না কেন আমাদের মধ্যে আজও শেষ হয়ে যায়নি মানবপ্রেম, হৃদয়বৃত্তি ও আন্তরিকতা। আজও হয়নি শেষ কিছু পুরোনো প্রথা, শাশ্বত ঐতিহ্য, সুপ্রাচীন কত ভাবধারা। ভাইবোন, স্বামী-স্ত্রী ও প্রিয়জন নিয়ে ধরণীর স্বর্গ-সুখের নীড় সুখী পরিবার! পরিবার হচ্ছে স্নেহ-মমতার এক অনন্য নীড় এবং সমাজের সুখ শান্তির অন্যতম প্রধান ভিত্তি।
ইসলাম ধর্ম পরিবারকে শক্তিশালী করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে পরিবার হল দয়া ও ভালোবাসার কেন্দ্র। পরিবার যদি উন্নত না হয় সমাজও উন্নত হয় না। মানুষের স্নেহ-মমতার চাহিদাসহ আধ্যাত্মিক ও অন্য অনেক চাহিদা মেটানো পরিবারের মাধ্যমেই সম্ভব হয়।
রেডিও তেহরানের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান 'সুখের নীড়' অত্যন্ত ভালো লাগছে। পারিবারিক জীবনের সুখ ও সৌভাগ্যের একটি গুরুত্বপূর্ণ সূত্রের দিকে লক্ষ্য রাখার আহ্বানে আমাদের সাড়া দিতেই হয়। সেসব পরিবারই সুখী যেসব পরিবারে স্বামী ও স্ত্রী পারস্পরিক মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং পরস্পরের রুচি ও জীবনসঙ্গীর পরিবারের পূর্ববর্তী অভ্যাস ও পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক রক্ষাকেও গুরুত্ব দিয়ে থাকে।
ইরানের ছোট ও আধুনিক পরিবারগুলো কথাসহ সামাজিক প্রেক্ষাপটে সাজানো জ্ঞানবর্ধক ও উপকারী আলোচনা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত, প্রতি পর্বের আলোচনা। বাস্তবসম্মত ও আকর্ষণীয় আলোচনাভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড় উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান এবং তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট উপহার দেবার জন্য ইসলামী প্রজাতন্ত্র'র জাতীয় সম্প্রচার সংস্থা অর্থাৎ রেডিও তেহরান (আইআরআইবি) বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ্য থাকবেন। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।