'রংধনুর বিশেষ অনুষ্ঠানটি যেন কবি নজরুলকে নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া'
(last modified Sun, 04 Sep 2022 10:15:53 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৬:১৫ Asia/Dhaka
  • 'রংধনুর বিশেষ অনুষ্ঠানটি যেন কবি নজরুলকে নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া'

রেডিও তেহরান বাংলা বিভাগ। নমস্কার, আশা রাখি এই প্রচণ্ড গরমে আপনারা সবাই কুশলে আছেন। কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১লা সেপ্টেম্বর রেডিও তেহরানের রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি শুনলাম। এই আসরটি এক কথায় কবি নজরুল ইসলামের জীবনী নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া।

কবি হাস্যরসিক ছিলেন। এ সম্পর্কে এক ছোট্ট বন্ধু তার লেখা কবিতা পড়ল। কবিতাট এরকম-

ও মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং?

খ্যাঁদা নাকে নাচছে ন্যাদা- নাক ড্যাঙ্গা-ড্যাং- ড্যাং!।

এরপর মা নিয়ে কবিতাটি। মেয়েটি যে ভাবে পড়ছিল তা শুনে মন জুড়িয়ে গেল। অনুষ্ঠানে নজরুলের লেখা কালজয়ী কবিতাগুলো শুনে খুব ভালো লাগল। ছোটদের ভালোবাসতেন তিনি। দেশপ্রেম তাকে অমর করে রেখেছে।

বিশেষ ওই অনুষ্ঠানে সব আবৃত্তি ছিল খুব উঁচুমানের। কবির কল্পনা- বাস্তবে রূপ নিয়েছে- এর চেয়ে বড় কথা কি থাকতে পারে? বঞ্চিত জনের কথা তার মত কেউ বলতে পারবে না। তার কবিতা পড়লে শরীরের ভেতর একটা আলোড়ন সৃষ্টি করে। কবির লেখা গান 'প্রজাপতি  প্রজাপতি' সুন্দর পরিবেশনা। এক কথায় রংধনুর  আজকের আসর অনবদ্য।

কবি নজরুলের শেষ জীবনটা অনেক কষ্টে কেটেছে। এতবড় একজন কবি তার বুকে কত কষ্ট নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভাবলে আমাদের মনেও দুঃখ হয়। তার আত্মার শান্তি কামনা করি।

আশরাফুর রহমান সাহেবকে অভিনন্দন এতো সুন্দর একটি রংধনু আমাদের উপহার দেওয়ার জন্য।

 

আনন্দ মোহন বাইন

সভাপতি, পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স ক্লাব

ভিলাই, দুর্গ, ছত্তিশগড় ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ