'কুরআনের আলো অনুষ্ঠানটির কারণে ইসলাম নিয়ে আমার স্বতন্ত্র আগ্রহ সৃষ্টি হয়েছে'
https://parstoday.ir/bn/news/letter-i114044
প্রিয় মহোদয়, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি। প্রতিদিন অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শুনে ইসলাম ধর্মকে আরো বেশি ভালোভাবে বুঝবার সুযোগ পেয়ে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৩, ২০২২ ২১:২৪ Asia/Dhaka
  • 'কুরআনের আলো অনুষ্ঠানটির কারণে ইসলাম নিয়ে আমার স্বতন্ত্র আগ্রহ সৃষ্টি হয়েছে'

প্রিয় মহোদয়, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি। প্রতিদিন অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শুনে ইসলাম ধর্মকে আরো বেশি ভালোভাবে বুঝবার সুযোগ পেয়ে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

কুরআনের আলো অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়। আপনাদের এই প্রচেষ্টার জন্য ইসলাম ধর্মকে নিয়ে আমার স্বতন্ত্র আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করছি আরো অনেক নতুন বিষয়ে শিক্ষা করতে পারব।

পশ্চিমা গণমাধ্যম থেকে রেডিও তেহরান সম্পূর্ণভাবে আলাদা। সর্বদা সজাগ হয়ে নিরপেক্ষভাবে আমাদের সঠিক খবর পরিবেশন করেন এবং অন্যান্য কতো জানা-অজানা বিষয়ে শিক্ষা দেয় রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠান। তারই মধ্যে কতো সুন্দর একটি উপহার পেয়েছি আমি। নাম তার রংধনু আসর। শুধু মাত্র আমার নয় এই অনুষঠানটি প্রতিটি শ্রোতা বন্ধুদের খুব প্রিয় একথা স্পষ্ট করে দিয়েছে অসংখ্য প্রশংসা ভরা চিঠিপত্র।

গত সপ্তাহে ২২/০৯/২০২২ প্রচারিত রংধনু আসর খুব ভালো লেগেছে। পরোপকার বিষয়ে ছোট বন্ধুর কবিতা আবৃত্তি ও গান দারুণ একটা মাত্রা যোগ করেছে। সম্পূর্ণ আসরটি খুব উপভোগ করেছি। অপরের প্রতি সদয় হবার গুরুত্ব জানলাম আমরা সবাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। পরোপকারের বিষয়ে মহান আল্লাহর বাণী আমাদের সঠিক পথে পরিচালিত করুক- এটাই আমি আশা করছি। নিঃস্বার্থভাবে পরের উপকার করে সৃষ্টিকর্তাকে খুশি করা যেতে পারে। সবাই ভালো থাকবেন এই প্রার্থনাসহ আজকের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদান্তে,

 

আলোক দাস

সত্য বিহার, ভুবনেশ্বর,

ওড়িশা, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।