'প্রিয়জনে প্রচারিত প্রতিটি চিঠি ছিল তথ্যবহুল ও আনন্দদায়ক'
https://parstoday.ir/bn/news/letter-i115280-'প্রিয়জনে_প্রচারিত_প্রতিটি_চিঠি_ছিল_তথ্যবহুল_ও_আনন্দদায়ক'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে ২৪ অক্টোবর সোমবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। এগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা নিয়মিত অনুষ্ঠান। আর প্রিয়জন হল সাপ্তাহিক অনুষ্ঠান। এটি আমাদের অতি প্রিয় অনুষ্ঠান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ১৬:৫৫ Asia/Dhaka
  • 'প্রিয়জনে প্রচারিত প্রতিটি চিঠি ছিল তথ্যবহুল ও আনন্দদায়ক'

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে ২৪ অক্টোবর সোমবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। এগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা নিয়মিত অনুষ্ঠান। আর প্রিয়জন হল সাপ্তাহিক অনুষ্ঠান। এটি আমাদের অতি প্রিয় অনুষ্ঠান।

ওই দিনে প্রিয়জন উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ, আকতার জাহান ও আশরাফুর রহমান। তাদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিল।

বরাবরের মত এদিনও একটি বাণী দিয়ে চিঠিপত্রের আসর প্রিয়জন শুরু হয়। আমিরুল মুমিনীন হযরত আলী (আ.) বলেছেন, "সদাচরণ প্রচুর পরিমাণে জীবনোপকরণ দান করে এবং বন্ধুত্বের সম্পর্কের ঘনিষ্ঠতাকে বাড়িয়ে দেয়। বন্ধুত্ব গড়ে তোলা হলো জ্ঞানীর মতো কাজ। ফলে প্রতিটি মানুষের উচিত সর্বাবস্থায় উত্তম আচরণ করা।" তাই আমাদের প্রত্যেকের উচিত সদাচরণের মাধ্যমে সকলের সাথে বন্ধুত্ব গড়ে তোলা। 

এরপর ক্রমান্বয়ে গাজী মোমিন উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান, নিজামুদ্দিন সেখ, মোঃ রাসেল সিকদার, মোঃ শাহাদত হোসন, হারুন অর রশিদ, এস এম নাজিম উদ্দিন ও আবুল কালাম ভাইয়ের চিঠি পড়ে শোনানো হয়। প্রতিটি চিঠি ছিল তথ্যবহুল ও আনন্দদায়ক। চমৎকার সব চিঠির জন্য শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই রেডিও তেহরানকে এসব শ্রোতা বন্ধুদের দৃষ্টিভঙ্গী আমাদের কাছে প্রকাশ করার জন্য ও আপনাদের মতামত জানানোর জন্য। 

অনুষ্ঠানের শেষ প্রান্তে কাজী নজরুল ইসলামের লেখা ‘দূর আজানের মধুর ধ্বনি’ শিরোনামের গানটি খুবই ভালো লেগেছে। চমৎকার কণ্ঠে গানটি গেয়েছেন বাংলাদেশের টাঙ্গাইলের তরুণ কণ্ঠশিল্পী আজহারুল ইসলাম তপু। অসাধারণ গানটির জন্য কাজী নজরুল ইসলামের সাথে সাথে আজহারুল ইসলাম তপুকেও ধন্যবাদ জানাই।

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১‌

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।