শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানে আছে অপার তৃপ্তি'
পত্রের শুরুতে এক মাঠ ফুটন্ত সরিষা ফুলের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুরা ভালোই আছেন।
রেডিও তেহরান আমার আত্মার আত্মীয়। জীবন যতদিন, রেডিও তেহরান ততদিন। আমি রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে জীবনকে সাজানোর দিকনির্দেশনা পেয়েছি। চিরদিন যেন রেডিও তেহরানের পাশে থাকতে পারি- এ কামনা সৃষ্টিকর্তার কাছে।
আমি প্রতিদিন পড়াশোনা ও কাজের পাশাপাশি বেশকিছু বেতারের অনুষ্ঠান শুনি। তারমধ্যে রেডিও তেহরানও রয়েছে। এ বেতারের যেসব অনুষ্ঠান শুনি সেগুলো হলো- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন, স্বাস্থ্যকথা, কুরআনের আলো, দর্পন ইত্যাদি। প্রতিটি অনুষ্ঠানে আছে অপার তৃপ্তি।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান আমার ঘরের একজন পথপ্রদর্শক ও গৃহ চিকিৎসকের ভূমিকা পালন করে। কুরআনের আলো অনুষ্ঠানটিও খুব চমৎকার। আমি সনাতন ধর্মাবলম্বী কিন্তু এ অনুষ্ঠানটিও বেশ শিক্ষণীয়। আর প্রিয়জন অনুষ্ঠানটি শুনলে নিমিষেই মনটা প্রফুল্ল হয়ে উঠে।
আমি 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত ডিসেম্বর-২০২২-এর কুইজ বিজয়ী হয়ে খুবই আনন্দিত। এজন্য আয়োজক প্রতিষ্ঠানের পাশাপাশি রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার লেখার পরিসমাপ্তি ঘটাচ্ছি।
কৃষ্ণ কর্মকার (কৌশিক)
মঠবাড়ীয়া (দ. বন্দর কর্মকার পট্টি)
ডাকঘর: মঠবাড়ীয়া, থানা: মঠবাড়ীয়া
জেলা: পিরোজপুর, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।