আইআরআইবি ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i118492-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_ডিসেম্বর_মাসের_কুইজ_বিজয়ীদের_নাম_ঘোষণা
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত ডিসেম্বর মাসের অনলাইন কুইজের ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৮৮ জন প্রতিযোগী (বাংলাদেশ ৬৫, ভারত ২৩)। প্রতিযোগীদের সবাই সঠিক উত্তর দিয়েছেন।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৩ ২১:১৬ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত ডিসেম্বর মাসের অনলাইন কুইজের ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৮৮ জন প্রতিযোগী (বাংলাদেশ ৬৫, ভারত ২৩)। প্রতিযোগীদের সবাই সঠিক উত্তর দিয়েছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে বিজয়ী করা হলো। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

 

বিজয়ীদের তালিকা

 

নজরুল ইসলাম

বন্ধন & লাকী শ্রোতাসংঘ

মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

কৃষ্ণ কর্মকার কৌশিক

গ্রামঃ দঃবন্দর কর্মকার পট্টি

ডাকঘর ও থানাঃ মঠবাড়ীয়া

জেলাঃ পিরোজপুর, বাংলাদেশ।

 

তপতী সরকার

হটুদেওয়ান নাগেরপাড়া,

ডাকঘর ও জেলা-পুর্ব বর্ধমান-৭১৪১০১.

পশ্চিমবঙ্গ, ভারত।

 

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ

জেলাঃ রাজবাড়ী, বাংলাদেশ।

 

কুইজের উত্তরটি মিলিয়ে নিন

প্রশ্ন: সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের কতটি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে ইরান?

উত্তর: ৪৭ টি

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫