'ইমাম তাকী (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার হৃদয়কে আপ্লুত করেছে'
https://parstoday.ir/bn/news/letter-i119172-'ইমাম_তাকী_(আ.)'র_জন্মবার্ষিকী_উপলক্ষে_বিশেষ_অনুষ্ঠানটি_আমার_হৃদয়কে_আপ্লুত_করেছে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কথাবার্তা ও দর্পন। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৯:৫৫ Asia/Dhaka
  • 'ইমাম তাকী (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার হৃদয়কে আপ্লুত করেছে'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কথাবার্তা ও দর্পন। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়।

তবে সবকিছুকে ছাপিয়ে যে অনুষ্ঠানটি আমার হৃদয়কে আপ্লুত করেছে সেটি হল হজরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি এতটাই ভালো লেগেছে যে, অনুষ্ঠান শোনা শেষ করেই চিঠি লিখতে বসলাম। 

হজরত ইমাম মুহাম্মাদ তাকি (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শ্রোতাদের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু হয়। সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল উপভোগ্য ও শিক্ষণীয়।

অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি যে, ইসলামের ইতিহাসের সবচেয়ে কমবয়সী ইমাম ছিলেন ইমাম মুহাম্মাদ তাকী (আ.)। তাঁর জন্ম হয় মদীনায়। দানশীলতা ও দয়ার জন্য তিনি 'জাওয়াদ' উপাধি পান। জগদ্বিখ্যাত ইমাম রেজা (আ.) ছিলেন তাঁর পিতা।

ইমাম জাওয়াদ তাকী (আ.) ছিলেন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী। তাঁর চমৎকার কথাবর্তা সবাইকে আকৃষ্ট করত। সবাই তাঁর অনুগত হয়ে যেত। শৈশব থেকেই তিনি ছিলেন জ্ঞানী, বুদ্দিমান, সহনশীল ও ধৈর্যবান।

ইসলামের মূল শিক্ষা সংস্কৃতিকে পুনরুজীবিত করাই ছিল তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য। তাঁর উদারতা ও মহানুনভবতা সবার মনোযোগ আকর্ষণ করত। তিনি মাত্র আট বছর বয়সে ইমামের দায়িত্ব গ্রহণ করেন। তিনি শৈশব ও কৈশোরে ছিলেন জ্ঞানে-গুণে অতুলনীয়। অল্প বয়সেই তিনি বড় বড় পণ্ডিতের সাথে তর্কে অংশ নিতেন। আব্বাসীয় খলিফা মামুন একবার তাঁর পাণ্ডিত্য যাচাই করার চেষ্টা করেন। তিনি সে অনুষ্ঠানে এমন সুন্দর ও যৌক্তিকভাবে তাঁর মতামত উপস্থাপন করলেন যে, উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। তাঁর শ্রেষ্ঠত্ব মেনে নিল।

ইমাম বিভিন্ন জায়গায় ইসলামের মৌলিক বিষয়গুলো প্রচার করতেন। এমনকি পথভ্রষ্ট ও জালিম শাসকদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। তিনি মানুষকে কুপ্রবৃত্তিকে পরিহার করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাফল্য এনে দেন।

ইমাম মুহাম্মাদ তাকী (আ.)’র জ্ঞান ও অলৌকিকতা সবার হৃদয়ে নাড়া দিয়েছিল। তিনি ইসলামের আদর্শ প্রচার করতেন। আবার শাসকদের জুলুমের বিরুদ্ধেও কথা বলতেন। তাঁর বক্তব্যে জনগণের মধ্যে জালিমের বিরুদ্ধে জাগরণের সৃষ্টি হয়। তাই ভীত হয়ে তৎকালীন আব্বাসীয় শাসকরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। মাত্র ২৫ বছর বয়সে তিনি শহীদ হন।

এমন চমৎকার ও তথ্যবহুল একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।  

 

ধন্যবাদান্তে, 

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।  

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২