শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের ৩ দিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত
সমগ্র দুনিয়ায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তির উপায় হচ্ছে 'ধর্মকথা'। একমাত্র ধর্মই পারে মানব জাতিকে সুপথে চালনা করতে। সেই কারণে অনেক বেতার ধর্মকথা দিয়ে তার অনুষ্ঠান শুরু করে। রেডিও তেহরান তারমধ্যে অন্যতম।
প্রতিদিন তেহরান বেতার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশ্লেষণ করে শোনায়, ভালো লাগে। তার সাথে পাই নিরপেক্ষ বিশ্বসংবাদ, দুই বাংলার শ্রোতাদের জন্য দৈনিক পত্রিকার শিরোনাম ও বিশ্লেষণ, বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে স্বাস্থ্যকথায় বিশেষজ্ঞ ডাক্তারবাবুর অভিমত. শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু, পারস্য দেশের গল্পের অনুষ্ঠান 'গল্প ও প্রবাদের গল্প', নারীদের প্রসঙ্গে 'নারী: মানব ফুল' এবং 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান'। এসব চমৎকার অনুষ্ঠান শুনতে কখনো ভুল হয় না।
০৪/০৩/২০২৩- পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশ্লেষণ করার পর আজকের অনুষ্ঠান সূচি পরিবেশনের পর গাজী আব্দুর রশীদ সাহেব বিশ্বসংবাদ পাঠ করে শোনালেন। বিশ্বসংবাদের মাঝে ঢাকা থেকে বাদশাহ রহমান ভাই এবং কলকাতা থেকে আব্দুল হাকিম ভাই স্থানীয় ঘটনা নিয়ে সংবাদ রিপোর্ট পরিবেশন করেন। দৃষ্টিপাত অনুষ্ঠানে প্রথমে রাফায়েল গ্রোসির ইরান সফর, পরে বাংলাদেশে ট্রেনে টিকিট কাটতে নিবন্ধন ও বিক্ষোভ প্রসঙ্গে ভাষ্য পরিবেশিত হয়।
জ্ঞান-বিজ্ঞানের আসরে জ্যোতিপদার্থ বিজ্ঞানে অধ্যাপক মাহমুদ হিসাবি ও ড. অলিনুস টেরিওয়ান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
কথাবার্তা অনুষ্ঠান পরিবেশন করেন গাজী আব্দুল রশীদ সাহেব। ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে খুররাম শহর দখল মুক্ত করা নিয়ে নাসির মাহমুদ সাহেব ও বোন আখতার জাহানের পরিবেশনাটি থেকে অনেক নাজানা তথ্য জ্ঞাত হলাম। সবশেষে পরিবেশিত হয় সংক্ষিপ্ত সংবাদ।
০৫/০৩/২০২৩- বিশ্বসংবাদ পরিবেশনার মাঝে ঢাকার প্রতিনিধি পরিবেশন করেন নিউমার্কেটের বিস্ফোরণ এবং কলকাতার রিপোর্টে উত্তর প্রদেশে ৬৭টি মাজার ও মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার কারণ বর্ণনা। দৃষ্টিপাত অনুষ্ঠানে ভারতের নয়াদিল্লিতে জি-২০ বৈঠকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে পর্য্যালোচনা এবং বাংলাদেশের ভোগ্যপণ্য সরবরাহ নিয়ে জটিলতা নিয়ে ভাষ্য পাঠ করে শোনানো হয়।
রংধনু'র শুরুতে বিভিন্ন দেশের বাঘ নিয়ে কথা এবং পরে বেড়াল ও বাঘের গল্প এবং স্বপ্ন নিয়ে শিশু শিল্পীর গাওয়া সুন্দর একটি গান পরিবেশিত হয়। কথাবার্তা পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম ও বাবুল আখতার। সবশেষে পরিবেশিত হয় সংক্ষিপ্ত সংবাদ।
০৬/০৩/২০২৩- বিশ্বসংবাদের পর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পাকিস্তান ও বাংলাদেশ প্রসঙ্গে ভাষ্য পরিবেশিত হয়। সাপ্তাহিক পরিবেশনা প্রিয়জনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে চার জন করে এবং কুয়েত থেকে একজন শ্রোতার চিঠি নিয়ে আলোচনা, ঢাকার পুরাতন শ্রোতার ভয়েস মেইল এবং সবশেষে সুন্দর একটি আবৃত্তি পাঠ দিয়ে প্রিয়জন শেষ করা হয়। প্রিয়জন পরিবেশনের দায়িত্বে ছিলেন নাসির মাহমুদ, আশরাফুর রহমান ও আকতার জাহান। সবশেষে পরিবেশিত হয় দুই বাংলার জনপ্রিয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ।
আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আবার লেখার প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি। নমষ্কার, সালাম।
নিয়মিত শ্রোতা
অজয় কুমার সরকার,
'স্বপ্ননীড়' হটুদেওয়ান নাগেরপাড়া,
ডাক-বর্ধমান, জেলা-পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১