শ্রোতাদের মতামত
'প্রিয়জন আসরে ভারতের শ্রোতাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো'
আসসালামু আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সবাইকে জানাই বরকতময় শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন।
গত ১৩ই মার্চ ২০২৩, আমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রিয়জন আসরটি উপভোগ করলাম। নতুন, পুরোনো শ্রোতাদের পাঠানো মেইলের সমাহারে এক অনবদ্য প্রিয়জন উপহার পেলাম। ইদানীং এই আসরে মহিলা শ্রোতাদের সাক্ষাৎকার শুনে ভালোই লাগছে। যেখানে মহিলা শ্রোতাদের সংখ্যা বেশ কম, সেখানে এমন সব সুন্দর সাক্ষাৎকার সত্যি অন্য মহিলা শ্রোতাদের উৎসাহিত করবে।
আজকের আসরে 'শামসুন্নাহার রুবা'র সাক্ষাৎকারটি বেশ সুন্দর, সাবলীল ও গঠনমূলক ছিল। সুন্দর ও গঠনমূলক প্রস্তাবসহ মতামত আমাদেরও মন ছুঁয়ে গেছে। এমন ভালো একটা সাক্ষাৎকার দেবার জন্যে শামসুন্নাহার রুবা ভাবীকে অভিনন্দন জানাই।
আজকের আসরে আমার নিজেরও একটি মেইল সুন্দরভাবে পড়ে শোনানো হয়। পার্স টুডে'র ওয়েব সাইট সম্পর্কে একটি গঠনমূলক মতামত দিয়েছিলাম। এই মতামতটি আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আজকের আসরে ভারতের শ্রোতাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। ভারত থেকে ৬ জন ও বাংলাদেশ থেকে ৩ জন শ্রোতার মেইল পড়ে শোনানো হয়। এছাড়াও প্রাপ্তি স্বীকার ও ছিল ভারত থেকে ৪ জন ও বাংলাদেশ থেকে ২ জন শ্রোতা।
এভাবেই রেডিও তেহরানের দুই বাংলার শ্রোতারা জমিয়ে রাখুক প্রিয়জন অনুষ্ঠানকে। আমরাও দুই বাংলার শ্রোতারা মিলে মিশে একাকার হয়ে যায় 'প্রিয়জন'-এ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার অনুরোধে লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ গায়ক মেহের জেইন-এর কণ্ঠে একটি চমৎকার আরবী গান শোনানো হয়। গানের ভাষা বুঝতে না পারলেও আরবীয় সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম মুহূর্তের জন্য; কখন যে অনুষ্ঠান শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না।আবারও সকলের জন্যে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
শুভেচ্ছান্তে,
এস এম নাজিম উদ্দিন।
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।