'আমি মনে করি রেডিও তেহরান জ্ঞানের এক বিশাল ভাণ্ডার'
https://parstoday.ir/bn/news/letter-i120734-'আমি_মনে_করি_রেডিও_তেহরান_জ্ঞানের_এক_বিশাল_ভাণ্ডার'
আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। আমি ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা শুরু করি এবং এখনও নিয়মিত শুনে আসছি। আমার কাছে রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
মার্চ ১৫, ২০২৩ ১৮:১০ Asia/Dhaka
  • 'আমি মনে করি রেডিও তেহরান জ্ঞানের এক বিশাল ভাণ্ডার'

আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। আমি ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা শুরু করি এবং এখনও নিয়মিত শুনে আসছি। আমার কাছে রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে।

পৃথিবীর নির্যাতিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে রেডিও তেহরান। এ বেতার থেকে আমি বিশ্বের সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও তরতাজা সংবাদের পাশাপাশি ইরানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনযাত্রা সমন্ধে জানতে পারছি। আমি মনে করি রেডিও তেহরান জ্ঞানের এক বিশাল ভাণ্ডার।

আমার কাছে  রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে। যেমন বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, নারী: মানব ফুল, সুখের নীড় ও প্রিয়জন।

গত ১৩ ই মার্চ প্রিয়জন অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রাম কদম মোবারক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুবা আপুর একটি চমৎকার গঠনমূলক সাক্ষাৎকার শুনছিলাম ৷ সাক্ষাৎকারে তিনি রেডিও তেহরানে মহিলা শ্রোতা বৃদ্ধির উপায় সম্বন্ধে  বলেছিলেন। সাক্ষাৎকারটি আমার ভীষণ ভালো লেগেছে। চমৎকার এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য শামসুন্নাহার আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 

সহিদুল ইসলাম

গ্রাম : গাদোপোতা, থানা : শীতল কুচি

জেলা : কুচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।