'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' শীর্ষক অনুষ্ঠান সম্পর্কে কিছু অনুভূতি
https://parstoday.ir/bn/news/letter-i121172-'রমজান_খোদা_প্রেমের_অনন্য_উৎসব'_শীর্ষক_অনুষ্ঠান_সম্পর্কে_কিছু_অনুভূতি
আসসালামু আলাইকুম৷ লিপির শুরুতে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা। গত ২৩ মার্চ ২০২৩ তারিখের রেডিও তেহরানের অনুষ্ঠানে ১ম রমজানের (ইরানসহ অন্যান্য দেশে) বিশেষ অনুষ্ঠান "রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব" উপভোগ করলাম। যদিও আমাদের দেশে রমজানের রোযা শুরু হয়েছে ২৪ মার্চ থেকে। এ দিন শুনলাম এই আয়োজনের ২য় পর্ব। তবে এই ভেবে খুব খুশি হয়েছি যে, পুরো রমজান মাস জুড়ে এই আয়োজনটি থাকবে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মার্চ ২৭, ২০২৩ ১৯:৪৩ Asia/Dhaka
  • 'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' শীর্ষক অনুষ্ঠান সম্পর্কে কিছু অনুভূতি

আসসালামু আলাইকুম৷ লিপির শুরুতে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা। গত ২৩ মার্চ ২০২৩ তারিখের রেডিও তেহরানের অনুষ্ঠানে ১ম রমজানের (ইরানসহ অন্যান্য দেশে) বিশেষ অনুষ্ঠান "রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব" উপভোগ করলাম। যদিও আমাদের দেশে রমজানের রোযা শুরু হয়েছে ২৪ মার্চ থেকে। এ দিন শুনলাম এই আয়োজনের ২য় পর্ব। তবে এই ভেবে খুব খুশি হয়েছি যে, পুরো রমজান মাস জুড়ে এই আয়োজনটি থাকবে।

"এই আয়োজন যেন খুশবু ছড়িয়ে দেয়া ঢাকনা খোলা কৌটা"৷ সুঘ্রাণ টের পাচ্ছি এখনই। 

বিশ্বের মুসলিমদের জন্য রমজান একটি অনন্য উৎসব। ধনী, গরীব সকল মুসলমান তাদের সাধ্য অনুযায়ী রমজান পালনের প্রস্তুতি গ্রহণ করেন। বেশি বেশি ইবাদত, দান সদকা এবং মানুষে মানুষে সহমর্মিতার দারুণ এক শিক্ষা আমরা পেয়ে থাকি এই রমজানে। রমজান নিয়ে আমাদের চলমান বা চিরাচরিত রীতি নীতির বাইরেও আমাদের সাথে বাড়তি পাওনা হিসেবে রয়েছে রেডিও তেহরান।

রমজানের জন্য বিশেষ আয়োজনে আমরা ইসলামী নানা ঘটনার বর্ণনা এবং তথ্য পাচ্ছি। ইসলামী জ্ঞানের ভান্ডার ইরান থেকে কিছুটা জ্ঞান লাভ করতে পারছি সেজন্য শুকরিয়া খোদার দরবারে এবং কৃতজ্ঞতা রেডিও তেহরানের প্রতি।

আশা করছি পুরো রমজানের প্রতিটি পর্ব শুনতে পারব তবে তারাবী নামাজের কারণে যথাসময়ে লাইভে অংশগ্রহণ করতে পারব না নিয়মিত। পরবর্তী সময়ে শুনে নিতে ভুল করব না নিশ্চয়ই।

রমজানের পবিত্রতায় দূরীভুত হোক সমাজ, দেশ তথা সমস্ত বিশ্বের সকল অকল্যাণ, অন্যায় ও জুলুম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমীন৷ 

 

মোঃ সোহেল রানা হৃদয়
সেক্রেটারি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা
ঢাকা সেনানিবাস, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।